বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ পশ্চিমবঙ্গে রাজনীতিক নৈতিকতাকে ধ্বংস করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে নদীয়ার ৮৬ শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতোর সমর্থনে শান্তিপুরের মাটিতে ভোট প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কার্যত সরাসরি এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি উপনির্বাচনে জয়লাভ প্রসঙ্গে এইবার শান্তিপুরে বামফ্রন্ট আশানুরূপ ফলাফল করবে বলেও দাবি করেন মীনাক্ষী মুখার্জি।
এছাড়াও বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যব্যাপী বেহাল স্বাস্থ্য কর্মসংস্থান, শিক্ষা গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির ইস্যুতেই মূলত উপনির্বাচনে লড়াই করবে বামফ্রন্ট বলেও এই দিন দাবি করেন তিনি। এছাড়াও শান্তিপুর শহরের স্টেশন সংলগ্ন এলাকা সহ বাইগাছি, কাশ্যপ পাড়া, কুটির পাড়া, লেলিন সরণি পঞ্চতত্ত্ব রোড সহ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতোর সমর্থনে ভোট প্রচার করেন মীনাক্ষী মুখার্জি।