বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শান্তিপুরের উপনির্বাচনের শেষ প্রচারে তৃণমূল। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে সাথে নিয়ে পদযাত্রা করলেন নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর। পাশাপাশি এই পদযাত্রায় অংশগ্রহণ করে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। বুধবার শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের ভোট প্রচারে শেষ দিন, আর এই শেষ দিনে সময় নষ্ট করতে নারাজ তৃণমূল। উপ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রতিদিনই শান্তিপুর শহর ও ব্লকে দফায় দফায় প্রচার করেছে তৃণমূল। একইভাবে শেষদিনের প্রচার সারলেন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায়।
তবে প্রার্থী ব্রজকিশোর গোস্বামী পদযাত্রার মধ্যে দিয়ে জানান জয়ের বিষয়ে আর কিছু বলার নেই। কারণ প্রচার এর মধ্যে দিয়েই মানুষ যেভাবে সাড়া দিয়েছে সেখানেই প্রমাণ হয়ে যায় তৃণমূল জিতে গেছে শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে অর্থাৎ এখন শুধু সময়ের অপেক্ষা।
Social