টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান কার্জন গেট প্রান্তে শৌচালয় উদ্বোধন করেন বর্ধমান ডেভেলপমেন্ট চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় । তিনি জানান বহুদিন ধরে একটি পুরনো শৌচালয় ছিল তাই ওটাকে ভেঙে নতুন রূপে শৌচালয় বানানো হলো। এই শৌচালয়ের নতুন নামকরণ সুচেতনা শৌচালয়। এইদিন বিডিএর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় এই শৌচালয়ের চাবি বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর হাতে তুলে দেন। তিনি আরও জানান আজ থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্ধমান পৌরসভার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়, সহ প্রশাসক আইনুল হক ও সহ প্রশাসক আলপনা হালদার।
Check Also
ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …