টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের ১০নম্বর ওয়ার্ড ও ১১নম্বর ওয়ার্ড এলাকায় জলমগ্ন এলাকাবাসী। সেই জলমগ্ন এলাকা পরিদর্শনে জান শুক্রবার বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস ।এদিন বিধায়কের উদ্যোগেই এই জলমগ্ন এলাকার মানুষদের শহরের তিনটি যায়গায় ক্যাম্প করা হয়েছে ।যেমন শহরের বিদার্থী বয়েজ স্কুল ,ইছলাবাদ স্কুল ,এবং ইছলাবাদ এথ্যেলেটিক ক্লাব। বন্যা কবলিত মানুষদের দিবারাত্র থাকার ব্যাবস্থা করা হয়েছে পাশাপাশি তাদের খাওয়া দাওয়ারও ব্যাবস্থা করা হয়েছে।
Check Also
মহিলাকে মারধরের অভিযোগে বসতপুর এলাকা থেকে গ্রেফতার ১
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত …