দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাসের মানুষ সাক্ষী থাকলো এ এক অন্য জন্ম দিনের। লক্ষীর মেয়ে কমলা জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে মেতে উঠেছে বাঁকুড়া জেলার শাশপুর অঞ্চলে মুসরবার গ্রামে সকল বাসিন্দা। কে এই কমলা ? এই কমলা হচ্ছে একটা গরু। তার মালিকের নাম সন্দীপ সাম। তিনি একজন পেশায় ম্যাজিশিয়ান। তার নানা রকম ম্যাজিকের যাদুতে সকলকে মন ভরিয়ে তোলে। সেই রকম এক যাদুতে তিনি পরিবারের সকলকেই মাতিয়ে রাখলেন।
এদিন তিনি কোনো যাদু করেন নি। তার এই কমলার জন্মদিনে এক অনুষ্ঠানে আয়জন করেন। তাসা থেকে আরম্ভ করে প্যান্ডেল সবাই করেছেন তিনি। কমলার মালিক সকাল থেকে নরনারায়ণ সেবার ব্যবস্থা করেন। তার এই পশু প্রেম উদ্যোগকে পরিবারের লোকজন ও পাড়ার প্রতিবেশী তার এই উদ্যোগকে স্বাগত জানান।
Social