সৌরভ আদক, সিঙ্গুরঃ শুক্রবার সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির অন্তর্গত সিঙ্গুর ২ রেড ভলেন্টিয়ারের উদ্যোগে এস এফ আই ও ডি ওয়াই এফ আই সিঙ্গুর ২ নং ইউনিটের পরিচালনায় রক্তদান শিবির। রক্ত দিলেন ৩৪ জন। উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ সুমন মাল। পতাকা উত্তোলন করেন ডি ওয়াই এফ আই আঞ্চলিক কমিটির সভাপতি কমঃ সুকাজল দাস।
উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক কমঃ সৃজন ভট্টাচার্য্য, ডি ওয়াই এফ আই দক্ষিণ আঞ্চলিক কমিটির সদস্য তরুণ দাস ও অশোক কোলে, প্রাক্তন যুবনেতা কমঃ আব্দুল হাই, কমঃ সৌমিত্র চ্যাটার্জী, কম্ অমর চন্দ্র, কমঃ প্রভাত ব্যানার্জী, কমঃ শুভাশীষ দাস।
সভায় সিঙ্গুর উত্তর ও দক্ষিণ রেড ভলেন্টিয়ার্সরা ভলেন্টিয়ারর্সদের জন্য সংগৃহীত পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার হাতে তুলে দেন এস.এফ.আই রাজ্য সম্পাদক কমঃ সৃজন ভট্টাচার্য্য।