সুপ্রিয় পরামানিক, সালানপুরঃ সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মন্ডল সহ সমস্ত পুলিশ টিম নিয়ে একটি বিশেষ দল তৈরি করে অত্যন্ত তৎপর হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সঙ্গে সঙ্গে দুষ্কৃতিদের দলকে ধরার জন্য চেষ্টা চালায়। অবশেষে বড়সড় একটি চোরের গ্রুপ প্রকাশ্যে আসে।রূপনরায়নপুর পুলিশ সূত্রে জানায় যে বিশেষ দল তৈরি করে রূপনারায়নপুর, জেমারী সহ বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে আটক করে। যাদের মধ্যে সুমন দত্ত, মিলন নাগ, শেখ যাশিম নামের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রূপনারায়নপুর পুলিশ। তারা সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে তিনটি মোটর সাইকেল সহ দুটি সাইকেল, একটি ল্যাপটপ এবং পনেরোটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি টুলুপাম্প, দুটি ব্যাটারি, দুটি সোনার কানের রিং, একটি রুপোর তৈরি গণেশ, একটি ইন্ডাকসেন ও একটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশের তদন্তকারী দল। ধৃত তিনজনকে ৫ সেপ্টেম্বর আটক করা হয়।আসানসােল আদালতে তুলে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়েছিলেন পুলিশ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এইসকল চুরি জিনিসের খোঁজ পেয়ে তা উদ্ধার করে।