টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শনিবার রাহুল গান্ধীর ৫১তম জন্মদিবস পালন করা হয় কেক কেটে বর্ধমানের বিসিরোডে জেলা কংগ্রেস অফিসে। তার পাশাপাশি এদিন পথচলতি মানুষদের মাস্ক বিতরন করা হয় ।
এদিনের এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস সি এসটি সেলের চেয়্যারম্যান কৈলাস পাসওয়ান, কংগ্রেসের কুমকুম ঘোষ সহ অন্যান্য কংগ্রেসের কর্মীসমর্থকেরা ।