বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে শান্তিপুর উপনির্বাচনের ইভিএম মেশিন পরীক্ষা করার কাজ এবং প্রতিটি বুথের উদ্দেশ্যে ইভিএম নিয়ে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা এবং নিরাপত্তা বাহিনীরা । রাত পোহালেই পশ্চিমবঙ্গের মোট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্র রয়েছে উপনির্বাচন। প্রতিটি বুথে ইভিএম মেশিন পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকেই চলেছিল চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। সব ইভিএম মেশিন গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো খতিয়ে দেখছেন ভোট কর্মীরা।
পাশাপাশি ভোটের দিন যাতে কোনোরকম সমস্যা না হয় সেদিক মাথায় রেখেই চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। এদিন শান্তিপুর কলেজে বুথ পরিদর্শনে এলেন ইলেকশন অবজারভার। রাত পোহালেই নির্বাচন তার আগেই এই প্রশাসনিক তৎপরতায় অনেকটাই স্বস্তিতে ভোটাররা। দিনের শেষে ইভিএম মেশিন নিয়ে বুথে বুথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা।
Social