টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের আনন্দপল্লী কালিতলা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেনীর ছাত্রী গৌতমী রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। তার এই সাফল্যে খুশি তার পরিবার, প্রশিক্ষক থেকে সকলে। খুব অল্প সময়ের মধ্যেই যোগাসনে গৌতমী অনেক সফলতা অর্জন করেছে ।আগামীদিনে যোগাসনকে পেশা হিসাবে বেছে নিতে চায় সে ।পড়াশোনার পাশাপাশি ছোটো থেকেই যোগাসনের প্রতি আগ্ৰহ ও ইচ্ছাশক্তি তার এই সফলতা এনে দিয়েছে বলে মনে করছে তার প্রশিক্ষক প্রীতিলতা বন্দোপাধ্যায়। গৌতমীর বাবা শ্যামল দাস বলেন অনেক আর্থিক অনটনের মধ্যে দিয়েও মেয়ের সপ্নপূরনের চেষ্টা করছি । কোথাও সেভাবে সাহায্য পাইনি, মেয়ে এভাবেই এগিয়ে গিয়ে আরও সফলতা পাক। আগামীদিনে অলিম্পিক খেলুক এটাই আমাদের সপ্ন।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …