দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার গ্রাম বাংলায় চলছে জোরকদমে ধান কাটার কাজ। সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি ধান কাটার কাজ। প্রতিদিন ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। মাঠ থেকে কিভাবে ধান বাড়িতে আনা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে চাষীরা। তাই এখন সারা মাঠ জুড়ে মেশিনে ধান কাটা চলছে। প্রভাকর খাঁ নামে এক ধানচাষী বলেন, ধান চাষে খরচ অনেক ভেবে ছিলাম এবছর লাভ হবে কিন্তু ধানের দাম নেই। কারণ প্রায় দিন বৃষ্টি হচ্ছে মাঠে কাদা। মেশিন নামছে না। হাতে কাটলে খরচ অনেক। বাধ্য হয়ে বসে থাকতে হয় ধান কাটা মেশিনের জন্য। ধানের দাম নেই এখন দাম ৭০০ থেকে ৯০০ টাকা। তাও একটু ভিজে থাকলে দাম ৫০০ টাকা। কষ্ট করে চাষ করেছি যদি ধানের দাম না পায় তাহলে সংসার চালাবো কি ভাবে।
Check Also
অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …