টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি বামুনপাড়া মোড়ে একটি মশলার দোকানে আগুন লাগে। আগুন দেখতে পেয়েই দোকান মালিক ও অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকল বাহিনী খুব দ্রুততার সাথে অগ্নি সংযোগ নিয়ন্ত্রণ করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে।
মশালা দোকানের মালিক সেখ আসরাফুল ইসলাম জানান যে, দুটি দোকান ও একটি গোডাউনে আগুন লাগে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানে মজুত প্রায় সমস্ত মশালার দ্রব্য পুড়ে গেছে। তিনি আরও জানান ১৩ নং ওয়ার্ডের ক্লাব উদয়নের সদস্য ও বামুনপাড়ার সকল মানুষ আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে সাহায্য না করলে পুরো মার্কেটে আগুনে ভস্মীভূত হয়ে যেত।
পাশাপাশি মশালার দোকান হওয়ায় আগুন নেভানোর সময় এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা যায়। অগ্নিসংযোগের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী ও তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী জানান যে, দমকল সূত্রে জানা যায় প্রাথমিকভাবে শর্টসার্কিটের ফলে এই অগ্নিকান্ড।
Social