নিখিল কর্মকার, নদীয়াঃ মুকুল রায় দলে থাকাতে খুব বেশি লাভ হয়নি,যেহেতু মুকুল রায় কেন্দ্রীয় নেতা সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্বে এ ব্যাপারে ভালো বলতে পারবে। মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বেশ কিছুদিন ধরেই শুভ্রাংশু রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রতিক্রিয়া ঘিরে জল্পনা চলছিল তাহলে কি মুকুল রায় এবং শুভ্রাংশু রায় তৃণমূল ফিরতে চলেছেন। সেই জল্পনার অবসান হলো শুক্রবার। এদিন তৃণমূল ভবনে গিয়ে যোগদান করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং তার ছেলে শুভ্রাংশু রায়।
শুক্রবার রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে বিজেপির কর্মীরা ঘরছাড়া হয়ে আছেন। তাদেরকে ঘরে ফেরানই এখন দলের মূল কাজ।মুকুল রায় এবং শুভ্রাংশু রায় থাকাতে বিজেপির খুব বেশি লাভ হয়নি। তাই লাভ ক্ষতির প্রশ্নই আসে না। যেহেতু মুকুল রায় কেন্দ্রীয় স্তরের নেতা সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্বরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।
Social