কৌশিক ঘোষ, বর্ধমানঃ মায়ের শেষকৃত্যে শীতবস্ত্র ও বস্ত্র বিতরণ করলেন পূর্ব বর্ধমানের পালসিটের কলেজ শিক্ষক রাকেশ কোলে। ২০১০ সালে বর্ধমানে একটি রেল দুর্ঘটনায় রাকেশ কোলেকে দুটি পা হারাতে হয়। তা সত্ত্বেও শত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও কলনবগ্রাম সতীশ চন্দ্র আইটিআই কলেজের শিক্ষকতার গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে রাকেশ কোলে।
মায়ের শেষ কার্যে পিঙ্গুর গ্রামের ৬০ জন দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয় রাকেশ কোলে ও তার পরিবার বর্গের পক্ষ থেকে।
Social