দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ২০২১ এ মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ননিবালা বিদ্যালয়ের ছাত্রী সুরভী দলুই। সুরভী দলুই এর নজরকাড়া সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিবারের সদস্যরা। আকুই-এর বাসিন্দা সুরভীর বাবা গৌরাঙ্গ দলুই পেশায় একজন ব্যবসায়ী ও মা সুস্মিতা দলুই পেশায় শিক্ষিকা। ছোট বেলা থেকেই পড়াশোনায় ভালো ফল করত সুরভী৷ পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে সুরভী ৷ আগামীদিনে উচ্চশিক্ষায় সুরভী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে ডাক্তার হওয়ার ভাবনা তার।
সুরভী এবারের মাধ্যমিকে বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর হল বাংলায়- ৯৭, ইংরেজি- ৯৯, অঙ্ক- ৯৯, ভৌতবিজ্ঞান- ৯৮, জীবনবিজ্ঞান- ১০০, ইতিহাস – ৯৫, ভূগোল- ৯৯। সুরভী ৬৮৯ নম্বর পেয়ে একাদশ স্থান দখল করেছে এই সংবাদে উচ্চচ্ছসিত তার বাবা, মা, দাদু, ঠাকুমা সহ পুরো পরিবার এবং এলাকাবাসী।
Social