রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধুর, ঘটনায় শোকের ছায়া পরিবারে। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের সৈয়দপুর এলাকার বাসিন্দা উর্মিলা সরকার মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রয়াত হন। গৃহবধূর বাড়ির লোকেদের অভিযোগ বিগত কয়েকদিন ধরে ওই মাঠে বারো হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ছিল বারংবার বিদ্যুৎ দপ্তরকে জানানোর পরেও তারা সেই তার ঠিক করে যায়নি। ওই গৃহবধূ মাঠের ঘাস কাটতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ট হন আর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই বিষয়ে মৃতের বাড়ির লোকেরা তপন থানার পুলিশকে অভিযোগ জানিয়েছেন বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।
৫ আগস্ট তারিখে ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে আসে বালুরঘাট পুলিশ মর্গে। হতদরিদ্র ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় সরকারি সাহায্যের আবেদন করেছেন তার পরিবারের লোকেরা।
Social