গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হলো। গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেঝিয়ারী হাইস্কুলে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল, সভাপতি ডাঃ জগন্নাথ মন্ডল, সম্পাদক কিশোরী মোহন যশ, সহ-সম্পাদক সুভাষ চন্দ্র গড়াই সহ অন্যান্যরা। এইদিন ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি সামনে দুর্গা পুজো আসছে তার আগেই এলাকার ৫০ জন মানুষকে কাপড় বিতরণ করা হয়। ব্যবসায়ী সমিতির এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।