টুডে নিউজ সার্ভিস, আসানসোলঃ আসানসোল দক্ষিণ থানার যোগীবাবা স্থানে বিগ্রহ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মন্দিরের পুরোহিত ঈশ্বর চন্দ্র গিরি জানান, বৃহস্পতিবার রাত্রে যোগীবাবা মন্দিরের বিগ্রহ চুরি হয়ে গেছে। রাত্রে সাড়ে এগারটা নাগাদ সবাই ঘুমিয়ে পড়েছিল সকালে উঠে দেখে মন্দিরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, গোপালের ছোট মূর্তি এবং কৃষ্ণর বড় মূর্তি চুরি করে নিয়ে গেছে এবং যাবার সময় মন্দিরের তালার চাবি নিয়ে গেছে। চুরির ঘটনা জানাজানি হতেই, এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আসানসোল শহরে মন্দির ভাঙ্গার পর মন্দিরের বিগ্রহ চুরির ঘটনায় রীতিমতো বিব্রত শহরবাসী।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …