নিখিল কর্মকার, নদীয়াঃ দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার গভীর রাতে কৃষ্ণনগরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঢুকে দেবীমুর্তির সোনার টিপ সহ অন্যান্য অলংকার নিয়ে চম্পট দিল চোরেদের দল। শনিবার সকালে মন্দির খোলার পর বিষয়টি নজরে এলে মন্দির কর্তৃপক্ষ সহ পুলিশকে খবর দেয় মন্দিরের পূজারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। রাতে মন্দিরের সামনে পুলিশি নজরদারি সহ মন্দিরের নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকা সত্বেও কিভাবে চুরি হলো তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।।
Social