নিখিল কর্মকার, নদীয়াঃ নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট পোরা পাড়া অঞ্চলের বাসিন্দা মন্দিন্দ্র গোস্বামি ভ্যাকসিন নেবার জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বাবলা উপ স্বাস্থ্য কেন্দ্র অঞ্চলে। অনলাইনে পাওয়া তারিখ অনুযায়ী নির্দিষ্ট দিনে তিনি ভ্যাকসিন নিতে গেলে সেখান থেকে সিভিক পুলিস তাকে হেনস্থা করে এবং তাড়িয়ে দেয়। শুধু এতেই থেমে নেই , রাতে তার মোবাইলে মেসেজ আসে যে তার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বা সম্পূর্ণ হয়েছে।
এমন খবর শোনা মাত্রই কিছুটা অবাক হয়ে ও বিস্ময়ে মনীন্দ্র গোস্বামি তার সমস্ত ক্ষোভ উজাড় করে দিলে আমাদের সংবাদ মাধ্যমের কাছে। তার পরিবার যথেষ্ট উদ্বিগ্ন হয় বিষয়টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে জানতে গেলে, তাকেও প্রত্যাক্ষিত করা হয়।
Social