টুডে নিউজ সার্ভিস, পাঁচলাঃ করোনা অতিমারিতে ভ্যাকসিন পাওয়া নিয়ে এবার উত্তেজনা ছড়াল পাঁচলা বিধানসভা এলাকার পোলগুষ্টিয়া গ্রামে। এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে স্বজন পোষনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাদের সাথে বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের ওপর লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়। পিস্তল উঁচিয়ে তাড়া করা হয়।এমনকি বোমাবাজি করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভ্যাকসিন কেন্দ্র মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগতবল্লভপুর থানার পুলিশ।পরিস্থিতি সামাল দিয়ে ফের ভ্যাকসিন দেওয়া চালু হয়।
বিজেপি হাওড়া জেলা যুব মোর্চা সম্পাদক আকাশ বড়াল জানান, বৃহস্পতিবার তারা পোলগুষ্টিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। কারন অভিযোগ ছিল সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। তৃণমূল নেতারা বেছে বেছে তাদের দলীয় সমর্থকদের ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে। এনিয়ে বিজেপি প্রতিবাদ করায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের মারধর করা হয়। পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়া হয়। পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ভ্যাকসিন দলমত নির্বিশেষে দেওয়া হচ্ছে।বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝামেলা শুরু করে। মহিলা স্বাস্থ্য কর্মীদের সাথে অশালীন আচরণ করে। এরপর গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীদের তাড়া করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Social