টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ কোভিডবিধি অমান্য করে ভ্যাকসিনের দেওয়া কাজ চলছে বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে। ওঠে অনিয়মের অভিযোগ। অভিযোগ পাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে যায় সংবাদ মাধ্যমের এক কর্মী। ওই সময় আকুই ১ উপপ্রধান দিনবন্ধু নন্দী সংবাদ মাধ্যমে কর্মীদের ছবি তুলতে বাধা দেয় এবং হেনস্তা করেন। পাশাপাশি বিশেষ সুত্র মারফত যানা যায় যে, ইন্দাস থানার সিভিক পুলিশদের বলা হয় সংবাদ মাধ্যমকে মেরে বার করে দিতে। কিন্তু সিভিকরা তার কথায় রাজি হয়নি। দিনবন্ধু নন্দী আকুই হাসপাতাল ছেড়ে চলে যান এবং পরে তাকে কিছুক্ষনের মধ্যে আবারও তাকে আসতে দেখা যায়। ভ্যাকসিন নিতে আসা মানুষের অভিযোগ, ভোররাত থেকে আমরা লাইন দিয়েছি কিন্তু এগারোটা বেজে গেল পাচ্ছিনা কুপন। আবার অনেক সময় শুনছি ভ্যাকসিন শেষ হয়ে গেছে।
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social