বিশ্বজিৎ দাস, নদীয়াঃ নদীয়ার ভীমপুর থানার রাঙীয়াপোতায় দুই বাংলাদেশী মহিলা গ্রেফতার। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পথে দুই মহিলাকে গ্রেফতার করল ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী। ওই দুই তরুণী রাঙীয়াপোতা সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। তখনই সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে আটক করে। নদীয়া জেলার ভীমপুর এলাকায় বেশ কিছু অংশ সীমান্তবর্তী এলাকা তাঁর কাঁটা বিহীন অবস্থায় আছে সেই এলাকাতেই তারা ভারতে প্রবেশ করছিল বলে জানা যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর ওই দুই মহিলাকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ভীমপুর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। ভীমপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে।
পুলিশ সুত্রে জানা গেছে, এই দুই তরুনী বোম্বে ও কলকাতার বিভন্ন হোটেলে বার ডান্সার হিসাবে কাজ করতো। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বার্তা এলাকায়। বাংলাদেশ ভারত সীমান্ত ওই এলাকায় কাঁটা তাঁর না থাকার কারণেই অভাবেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। বিগত দিনে নদীয়ার একাধিক দুষ্কৃতী মূলক কাজ কর্মের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশি দুষ্কৃতীদের যোগসাজিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের রাঙীয়াপোতা এলাকায় কাঁটা তাঁর না থাকায় যেকোনো মুহূর্তে দুষ্কৃতী হামলা ও ঘটে যেতে পারে। সেই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। এখন দেখার সরকারিভাবে কতটাই নজরদারি রাখা হচ্ছে ওই সীমান্তবর্তী এলাকায়?
Social