দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ অসহায় কচি কাচাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বিষ্ণুপুর ভড়া ধরমপুর নব দিগন্ত সংস্থার কর্মীরা। বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন গোটা বিশ্বের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। এমতাবস্থায় কাজ হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহর থেকে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে। তাছাড়া শনিবার ভাইফোঁটা। পেটে খাবার জোটে না তার ওপর ভাইফোঁটায় ছেলেমেয়েদের নতুন জামা কাপড় কি করে আসবে। এমতাবস্থায় সেই সমস্ত অসহায় কচিকাচাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন নব দিগন্ত সংস্থার কর্মীরা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর, দশরথবাটি, ফাদিলপুর ও ঠাকুররাণী পুষ্করীনি গ্রামের ২১ জন দুঃস্থ অসহায় গরীব কচিকাচাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়। ভাইফোঁটার আগে নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি।
এলাকার বাসিন্দারা বলেন, কাজ নেই আর্থিক অনটনের মধ্যে রয়েছি তার ওপর কাল ভাইফোঁটা এখান থেকে নতুন বস্ত্র পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত । এই সংস্থার সম্পাদক সত্যজিৎ রায় বলেন. নব দিগন্ত সারা বছর ধরে মানুষের পাশে থাকে। আর আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন ।