দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ভবানীপুর উপনির্বাচনের ভোটের ফলাফল রবিবার ঘোষণা হয়, সেখানে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে বেলিয়াতোড় যামিনী রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা আবির খেলে এবং বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে আনন্দ উৎসবে মেতে উঠে।
বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক শেখ নয়ীম হোসেন বলেন, ভবানীপুরে মানুষ কোনো বহিরাগত টিব্রেওয়ালকে পছন্দ করে না তাই ভবানীপুরের নিজের মেয়েকে আশীর্বাদ এবং দুই হাত তুলে ভালোবাসা দিয়ে বিপুল ভোটে জয় লাভ করিয়েছেন। তিনি আরও বলেন, বেকারত্বের সংখ্যা শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশের অতএব কেন্দ্রকেও এই বিষয় নিয়ে ভাবতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী বেকারত্বের সংখ্যা কমানোর চেষ্টা করছে নানা রকম পথ দিয়ে।