দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয়।রোগীর আত্মীয় পরিজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। বর্তমান কঠিন পরিস্থিতিতে বাঁকুড়া ব্লাড ব্যাংকের রক্ত ঘাটতির ফলে, ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল বাঁকুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস সংহতি ভবনে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে মোট ১০১ জন রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর এস ডি পি ও কুতুবউদ্দিন খান, সি আই গৌতম তালুকদার ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি আবদুস সামাদ আনসারি ও পাত্রসায়ের থানার ওসি সেখ সাইফুল। ইন্দাসের বিডিও মানশীভদ্র চক্রবর্তী, আকুই ইউনিয়ন হাই স্কুলে প্রধান শিক্ষক সুরজিৎ দলুই, ছোটগোবিন্দপুর এস এন পাঁজা স্কুলে প্রধান শিক্ষক প্রসেনজিৎ বাবু সহ আরও বিশিষ্টজনেরা।
Social