টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদ ১১নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নিকাশী নালার বেহাল দশা। এদিন ওই এলাকার স্থানীয় বসিন্দা ঝুমা রায় চৌধুরীর অভিযোগ এই ড্রেনের জল রাস্তায় উঠে আসছে। বারংবার পৌরসভাতে জানালেও তার কোনো সুরাহা পাইনি। একটু বৃষ্টি হলেই ড্রেনের জল ঘড়ে ঢুকে যাচ্ছে। ফলে এর থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। ফলে সাপ, বড় বড় মাকড়সাও ঢুকে যাচ্ছে ঘরে ।এরকম একটা অস্বস্তিকর পরিবেশে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। ফলে ক্ষোভে ফুঁসছেন ঐ পৌর এলাকার বাসিন্দারা।
Social