টুডে নিউজ সার্ভিস, কালনাঃ মন্তেশ্বর ব্লকের দুয়ারে সরকারের পরিষেবা প্রদান ক্যাম্পে অভিনব উদ্যোগ নিল মন্তেশ্বর ব্লক প্রশাসন। এদিন বৃহস্পতিবার মন্তেশ্বর বিডিও অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় বৃহন্নলাদের স্বনির্ভর করতে উদ্যোগ নিল ব্লক প্রশাসন। তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তাঁদের হাতে এদিন তুলে দেওয়া হল জব কার্ড, পাশাপাশি সেল্ফ হেল্প গ্রুপের আওতায় আনা হল তাদের। এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির হওয়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজল কুমার রায় তিনি জানান, থার্ড জেন্ডার কমিউনিটি থেকে যাঁরা আছেন তাঁদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করতে জব কার্ড প্রদান করা হল। পাশাপাশি তাদেরকে সেল্ফ হেল্প গ্রুপের আওতায় আনা হয়েছে।
প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে তাঁরা যদি নিজেরা চান তা হলে তাদের পোলট্রি ফার্ম তৈরি করে দেওয়া হবে। সাধারণ মানুষরা যে সমস্ত সুবিধা পান সমস্ত সুবিধাই তারা যাতে পান তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এডিএম কাজল কুমার রায়, কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ রায় সহ বিশিষ্টজনেরা ।
Social