টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১ জুন বিশ্ব শিশু দিবস সেই উপলক্ষ্যে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২ নম্বর শাঁখারি পুকুর বিদার্থী গালর্স স্কুলের সামনে মঙ্গলবার প্রায় ৪০০জন গরীব দুঃস্থ মানুষদের রান্না করা খাবার তুলে দিলেন তারা। রান্না করা খাবারে ছিল ভাত, ডিম, ডাল, আলু সোয়াবিনের তরকারি।
এদিন সংগঠনের সদস্য গৌতম মজুমদার বলেন, বিগত ১৯৮৬ সাল থেকে পয়লা জুন অবদি নানা ধরনের কর্মসূচি করে থাকে। বিগত দু’বছর ধরে সমস্ত কর্মসূচি বন্ধ রেখে শুধুমাত্র রান্না করা খাবার ওই এলাকা মানুষজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন এই এলাকায় যেসমস্ত গরীব দুঃস্থ অসহায় মানুষ আছেন তাদেরকে যতদিন এই আংশিক লকডাউন চলবে ততদিন দুপুরে এই অন্ন তাদের হাতে তুলে দেওয়া হবে। তার পাশাপাশি রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার যদি কারও কোনো প্রয়োজন মনে হয় এখানে থেকে বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হবে ।
Social