টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার বিশ্ব পোলিও দিবস। এই দিনটিকে বিশ্বের সর্বত্র পালন করে রোটারি ক্লাব। বর্ধমানেও এদিন সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিন সকালে বর্ধমান পুলিশ লাইন থেকে এই পদযাত্রার সূচনা করেন জেলা পুলিশসুপার কামনাশীষ সেন। শহর ঘুরে এটি শেষ হয় বোরহাটে।পূর্ব বর্ধমানের সাতটি রোটারি ক্লাব এই র্যালিতে অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, পোলিও রোগের প্রকোপ কমলেও তা নির্মূল হয়নি। যতদিন বিশ্বে একটিও কেস আছে আমরা বিপদমুক্ত নই। তাই মানুষকে সচেতন করতে অন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এদিনের আয়োজন।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …