Breaking News

বিশ্ব পরিবেশ দিবসে জেলা পরিষদ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


প্রবীর মণ্ডল, বর্ধমানঃ
চারপাশের প্রকৃতি আমাদের বাঁচার স্বপ্ন দেখায়। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সজীব সবুজ করে তোলে। বাঁচার জন্য একান্ত অপরিহার্য জীবনদায়ী অক্সিজেন আমরা প্রকৃতি থেকেই পাই আবার এই পরিত্যক্ত কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে গাছ।  শনিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা বুঝতে পেরেছি। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। 

এই পরিবেশ দিবসের দিনে আমরা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উপর বেশি জোর দিই। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও বনদপ্তর-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো উল্লাস মোড়ে।  প্রায় ২০০টির মতো চারাগাছ রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পারামানিক, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আরও অনেকে।

About Burdwan Today

Check Also

মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *