বিবাদের জেরে মৃত্যু হল এক ব্যক্তি

Burdwan Today
1 Min Read

  নিখিল কর্মকার, নদীয়াঃ জমি নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মিঠু আইচ, বয়স ৪৫ বছর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার সাবজোলা গ্রামে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবজোলা গ্রামের বাসিন্দা মিঠু আইচের সাথে প্রতিবেশী সুবল রাজোয়ার বেশ কিছুদিন ধরেই চাষের জমির দখল নিয়ে বিবাদ চলছিল। প্রশাসনের নির্দেশে ওই জমিতে উভয় পক্ষেরই যাতায়াত নিষেধ ছিল। কিন্তু এদিন দুপুরে সদলবলে জোরপূর্বক ওই জমির দখল নিতে যায় সুবল রাজোয়া। সেইসময় মিঠু আইচ জমিতে ঘাস মারার জন্য রাসায়নিক ছড়াতে যান। এর ফলে উভয়েই বচসায়  জড়িয়ে পড়েন। অভিযোগ এরপরই সুবল রাজুয়া দলবল নিয়ে মিঠু আইচের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়া থানার পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *