টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজেপির বর্ধমান টাউন কো-কোনভেনর বিশ্বজিৎ সেন ওরফে খোকন সেনকে বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশ তাকে আটক করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খোকন সেনের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ ছিল। আরও জানা গেছে, ভোট পূর্ববর্তী এবং পরবর্তী বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিজেপির এই নেতাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নেতার বিরুদ্ধে একাধিক হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়া এবং জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সেই সমস্ত অভিযোগের তদন্ত করছিল। এদিন শহরের ৩নং ইছলাবাদ এলাকা থেকে খোকন সেনকে আটক করা হয় বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে গ্ৰেফতারের খবর শোনা মাত্রই বিজেপির বর্ধমান দক্ষিন বিধানসভার কনভেনার কল্লোল নন্দন সহ অন্যান্য বিজেপির কর্মীসমর্থকেরা হাজির হয় বর্ধমান থানায়। এদিন তিনি বলেন কি কারনে এই দলদাস পুলিশ গ্ৰেফতার করেছে আমরা কিছুই জানিনা। উনি পার্টি অফিসে প্রতিদিন যাতায়াত করেন প্রতিদিন থাকেন। ওনাকে রাস্তা দিয়ে ধাওয়া করে হঠাৎ করে গাড়িতে তুলে নিয়ে চলে আসা হয়েছে। আমি আইসি সাথে কথা বললাম, তিনি যেটা বলছে উনি নাকি ১৮ তারিখ থেকে ফেরার ছিল যদি ফেরার থাকে তাহলে প্রত্যেকদিন উনি পার্টি অফিসে এসে বসে থেকান কি করে? এটা বোঝাই যাচ্ছে পুরানো কেস দিয়ে আটক করা নেতাদের আটকে দেওয়ার চেষ্টা চক্রান্ত যেভাবে দলদাস পুলিশ করে এসেছে ১০ বছর ধরে সেটারই পুনরাবৃত্তি। তিনি আরও বলেন খোকন বাবুও ঘরছাড়া ছিলেন এনার নাকি কেস আছে আমরা কি করে বুঝবো এনার নামে কেস আছে আমরা কোনো খবর পাইনি আগে।যারা বাড়ি ঢুকছে এইভাবে কেস আছে বলে আটক করে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে চক্রান্ত করছে পুলিশ।
Social