টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান উত্তর বিধানসভার বিজেপির নির্বাচনী কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বর্ধমান কালনা রোড অবরোধ করে শুক্রবার বিজেপি কর্মীসমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলে। বিজেপির অভিযোগ, বর্ধমানের কালনাগেট বনমসজিদ এলাকায় বিজেপি কর্মীরা সুভাষ দে-র বাড়ির নির্বাচনী কার্যালয়ে পাঁচটি মণ্ডলের কার্য কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। তখন আচমকাই পুলিশ এসে সেখানে তল্লাশি চালাতে আসে। এই ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
পুলিশ সূত্রে খবর, পালিতপুরের তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় দুই অভিযুক্তের খোঁজে এদিন পুলিশ অভিযান চালায় বলে খবর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ কেন তল্লাশিতে এল, সে ব্যাপারে পুলিশের থেকে সদুত্তর পাননি তারা। তাই পুলিশকে ঢুকতে দেননি তারা। অবশেষে বিজেপি কর্মীদের বিক্ষোভে পিছু হটে পুলিশ।