বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে নদীয়ার কৃষ্ণনগর বিএসএফ ক্যাম্পে গান্ধীজীর জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে স্বচ্ছ ভারত অভিযান বিএসএফ জওয়ানদের। শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে নদীয়ার কৃষ্ণনগর বিএসএফ ক্যাম্পে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করল বিএসএফ জওয়ানরা। পাশাপাশি মহত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে মাল্যদান করল নদীয়া জেলা জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিন সকাল থেকেই গান্ধীজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে সীমান্তবর্তী এলাকায় ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি পালন করে।
নদীয়া জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি অসীম কুমার সাহা জানান, জাতির জনক মহাত্মা গান্ধী তার জীবনে বহু লড়াইয়ের মধ্যে দিয়ে ব্রিটিশকে দুর্বল করে জাতির জনক হয়ে উঠেছিল। তার মতাদর্শকে স্মরণ করেই আগামী দিনে আমরা চলবো। সেই কারণেই নদীয়ার কৃষ্ণনগরের বিএসএফ ক্যাম্পে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে নদীয়া জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার জন্মজয়ন্তী পালন করলাম।
Social