রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট স্টেশনে পিট ও সিক লাইন তৈরিতে ১৫.৩৮ কোটি টাকা বরাদ্দ করল রেল। নতুন আরও অনেক ট্রেন চালানো সম্ভব হবে এই কাজটি হলেই। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার একথা জানালেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। টেন্ডার প্রক্রিয়ার পর খুব দ্রুত এই কাজ শুরু হবে বালুরঘাট স্টেশনে।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ২০০৪ সালে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রেল যোগাযোগ শুরু হয়। তার পেছনে রাজনৈতিক কারণ ছিল। বালুরঘাট-একলাখি এই রেল প্রকল্পে ছিলনা নূন্যতম পরিকাঠামো। বিশেষ করে বালুরঘাট স্টেশনে কোনো ট্রেন ঢুকলে তাকে রাখার আলাদা জায়গা নেই। এর জন্য কারশেড প্রয়োজন। নেই পিট লাইন সিক লাইন। বর্তমানে বালুরঘাট বা জেলা থেকে খুব ঝুঁকিপূর্ণ ভাবে ট্রেন চলাচল করে। এলাকার রেল উন্নয়ন কমিটিগুলির পাশাপাশি আমি বিষয়টি অনুধাবন করি। সাংসদ হওয়ার পর আমি রেলের উন্নয়ন নিয়ে লেগে পরি। এখান থেকে সিক ও পিট লাইন না হলে দূরপাল্লার ট্রেন পাব না আমরা জেলাবাসী। এটা টেকনিক্যাল বিষয়। সাংসদ সুকান্তর কথায়, তিনি বুধবার রাত ৮ টা পর্যন্ত রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন বালুরঘাট-হিলি, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া পিট ও সিক লাইন নিয়েও কথা বলেন। সেখানেই সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান তাকে জানান যে, বালুরঘাট স্টেশনের পিট ও সিক লাইনের জন্য ১৫.৩৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। সাংসদের দাবি, এতদিন পর তিনি সফল। রেল মানচিত্রে এজেলা এবার সাবালকত্ব পাবে। তবে এটা সকলের প্রচেষ্টার কারণে সম্ভব হল বলে তিনি মনে করেন।
Social