Breaking News

বামেদের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব বালুরঘাট শহরে

 

রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ বামেদের ডাকা ভারত বনধের তেমন প্রভাব চোখে পড়লো না দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। সকাল থেকে শহরের পাইকারি সবজি বাজার কিছুটা বসেছে যদিও বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড থেকে কোনো গাড়ি বেরোতে দেখা যায়নি।ঠিক তার উল্টো ছবি ধরা পরেলো বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের পুলিশি পাহারায় সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি  চলেছে সূত্রের খবর। যদিও বেলা গড়াতে ছবিটা কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় ছিল।

দক্ষিণ দিনাজপুর জেলায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে বামপন্থী দলগুলোর সমর্থনে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়লো। সকাল থেকেই সরকারি বাস স্ট্যান্ড থেকে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ভাবে বাস চলাচল করলেও বেলা গড়াতেই ধর্মঘটিদের দেখা মিলল রাস্তায় কিন্তু সেভাবে তাদের কোনো প্রতিবাদ করতে না দেখায় পুলিশের সহযোগিতায় স্বাভাবিকভাবেই সরকারি বাস চলাচল করে। পাশাপাশি এদিনের বনধের বালুরঘাট  তহ বাজারসহ সবজি ও মাছ বাজারের  দোকানদারদের দোকান বন্ধ করার আবেদন জানান ধর্মঘটকারীরা।

About Burdwan Today

Check Also

বর্ধমানে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি, জ্বলল আগুন

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি, জ্বলল আগুন, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বর্ধমান। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *