দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার কোতুলপুরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে বাইক চুরির মতন ঘটনা রুখতে তৎপর কোতুলপুর থানার পুলিশ। দিন দিন যে বাইক চুরি ঘটছে তার জন্য রীতিমতো কোতুলপুর থানার পুলিশ সোমবার কোতুলপুর নেতাজি মোড় একহাত করে নামল যতই হ্যান্ডেল লক করে রাখুন না কেন ততই বাইক চুরির বেড়ে চলেছে দিন দিন।
এদিন সকাল থেকে নেতাজি মোড়ে চেকিং চলে, বৈধ কাগজপত্র হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স সঠিক পরিচয় পত্র দেখা হয়। সকাল সকাল পুলিশের এরূপ কাজে খুশি সাধারণ মানুষ।
Social