টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শনিবার বর্ধমান পান্থশালায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জী, আইনুল হক সহ অন্যান্য সদস্যর ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ এ বিষয়ে আলোচনা হয়। প্রণব চ্যাটার্জী বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের মাধ্যমে প্রতিটি মানুষের মাথায় উপর ছাঁদ করে দেওয়া হবে।
এদিন উপ পৌর প্রশাসক আইনুল হক বলেন, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে শহরে ২,১০০ বাড়ি তৈরি হবে। ইতিমধ্যে ১,১৮৭ টি বাড়ির জিও ট্যাগ তৈরি করা হয়েছে ।তিনি আরও বলেন কয়েকদিনের মধ্যে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৩% মানুষের হাতে চেক তুলে দেওয়া হবে।
Social