বসিকপুরের ঘটনায় বিজেপির মৌন মিছিল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের রসিকপুরে সোমবার বোমাবাজিতে মৃত্যু হয় এক শিশুর। আহত অপর এক শিশু ।এই ঘটনায় শোক পালন করতে মৌন মিছিল বার করলো জেলা বিজেপি। শহরের  রাজবাটী থেকে কার্জনগেট পর্যন্ত কালো কাপড় বেঁধে করা হয় মৌনি মিছিল । মিছিলে পা মেলান বর্ধমান-দক্ষিনের বিজেপি প্রার্থী সন্দিপ নন্দী সহ বিজেপির জেলা নেতৃত্ব। এদিন সন্দিপ বাবু বলেন, বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। ভোট যখন দোরগোড়ায়   তখন বর্ধমানের মতো শান্ত শহরকে অশান্ত করে তুলছে শাসক দল। তারই ফল এই শিশু মৃত্যুর ঘটনা।

About Burdwan Today

Check Also

৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস

টুডে নিউজ সার্ভিসঃ  মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *