টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও অর্থানুকুল্যে বর্ধমানের রাজ আমলের শূলি পুকুরের সৌন্দার্যায়নের সাথে সাথে তার নাম পরিবর্তণ হলো জীবন সায়র। এই সৌন্দার্যায়নে ২৪লক্ষ টাকা ব্যায়ে করা হয়েছে বলে জানালেন রবি বাবু। শুক্রবার বিকেলে এই জীবন সায়র পুকুরের সৌন্দর্য্যায়নের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন বিডিএর চেয়ারম্যান ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায় ।
পাশাপাশি ‘শূলি পুকুর’ এর নাম পরিবর্তন করে ‘জীবন সায়র’ রাখা হয়েছে। এদিন এই সূচনা পূর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস ,পুলিশ সুপার কামনাশীষ সেন ,বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান্য প্রশাসনিক আধিকারিকরা ।এদিন এই জীবন সায়র ফ্লক উদ্বোধন করেন রবি বাবু ,এছারাও পুকুরে চারটি রাজ হাঁসও ছাড়া হয়।
Social