Breaking News

বর্ধমানের চৌধুরী বাড়ি লক্ষ্মী পুজো

  টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান বাদামতলা চৌধুরী বাজারের ৪৭তম বর্ষে চৌধুরী পরিবারের তিন পুতুলের লক্ষ্মীপুজো। এই পুজোর ঐতিহ্য তিন পুতুলের লক্ষ্মীপুজো।  প্রতি বছরই এই লক্ষ্মী পুজোর সময় তাদের আত্মীয়-স্বজন এক জায়গায় জড়ো হন। সারাবছর যে যার নিজের কাজে ব্যস্ত এমনকি বর্ধমান শহর ছাড়াও দেশ-বিদেশের তাদের আত্মীয় স্বজনরা থাকেন তারা এই লক্ষ্মী পুজোর সময় সবকিছু বাদ দিয়ে এক ছাতার তলায় এসে উপস্থিত হন এই পুজোতে। তিন দিন ব্যাপী চলে পূজানুষ্ঠান পাশাপাশি চলে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া-দাওয়া, হই হুল্লা । 

   এই বাড়ির মহিলারা জানান, যত বড় কাজ কর্ম হোক না কেন যতই ব্যস্ততা হোক না কেন পৃথিবীর যেকোন প্রান্তে থাকুক না কেন তারা সব পুজোকে যতটা মান্যতা দেন তার থেকে বড় এই লক্ষ্মী পুজোর সময় তারা মাত্রা একেবারে অন্যরকম। দুর্গাপূজা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে তারা পুজো দেখেন কিন্তু লক্ষ্মী পুজোর সময় তারা বাড়িতে একসাথে এই তিনটে দিন আনন্দ উপভোগ করেন। যার জন্য সারা বছর তাকিয়ে থাকেন চৌধুরী পরিবারের সদস্যরাও। বর্ধমানের নামকরা বাদামতলা চৌধুরী বাজার, আর চৌধুরী বাজার এই চৌধুরী পরিবার তিন পুতুলের লক্ষ্মীপুজো।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *