সুপ্রিয় পরামানিক, মহিলাদলঃ দীর্ঘ লকডাউনের প্রভাবে বড়ো ব্যবসা থেকে শুরু করে কুটির শিল্প গুলির ও বেহাল অবস্থা । মহিষাদলের গড় কমলপুর গ্রামের প্রায় ২৫টি পরিবার এই কুটির শিল্পের সঙ্গে মুক্ত ।
যারা মূলত কাঁসার ও পিতলের থালা, বাটি জগ তৈরি করে। দীর্ঘ লকডাউন থাকা কালীন তাদের বেহাল অবস্থায় পরিণতি হয়েছে। যারা দিন আনে দিন খায় তাদের রুজি রোজগার নিয়ে টানাটানি পড়েছে।
বর্তমানে পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকার জন্য কাঁচা মাল বাইরে থেকে আমদানিও বন্ধ এবং বাইরে থেকে শ্রমিকরা মালিকের বাড়িতে কাজ করতে আস্তে পারছে না। চরম দুর্ভোগে পড়েছেন এইসব কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা।
Social