ঝিলিক দাস, বীরভূমঃ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাটের বড়শাল অঞ্চলে বুধবার “আপনার থানা আপনার পাড়ায়” অনুষ্ঠানের শুভ সূচনা হল। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা ডিপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়।
মূলত নেশা মুক্ত পরিবেশ, কুসংস্কার মুক্ত পরিবেশ, বয়স্ক মানুষদের সামাজিক সুরক্ষা ইত্যাদি সামাজিক অসুবিধা কম করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণত যেসকল অভিযোগ সব সময় অঞ্চল গুলির মানুষ থানায় এসে জানাতে পারেন না সেই সব অভিযোগ চিঠি আকারে অবজেকশন বক্সে জমা করে দিয়ে যাবেন। আর এই অভিযোগ গুলি সরাসরি পৌঁছে যাবে পুলিশ সুপারের হাতে। উল্লেখ্য এই কর্মসূচির প্রথম উদ্বোধন হয় বীরভূমের মোহাম্মদ বাজার থানায়।
Social