দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ আবারও বিরোধীদলের ভাঙন। আইএসএফ, সিপিএম ও বিজেপি ছেরে বাঁকুড়া জয়পুর ব্লকে তৃণমূলে যোগদান ১০০০ টি পরিবারের। ২০২১ বিধানসভা ভোটে পুনরায় তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলে ফেরার হিড়িক অব্যাহত। আজও তার ব্যতিক্রম ঘটেনি। দিন দিন যে হারে বাঁকুড়া জয়পুর ব্লকে একের পর এক বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান করছে ও তৃণমূল দল মজবুত হচ্ছে তাতে করে আগামী দিনে বিরোধী-শূন্যর পথে।
২০২১ বিধানসভা ভোটে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও কোতুলপুর বিধানসভার তার প্রভাব কিন্তু পড়েনি। বিপুল ভোটে জয়যুক্ত করে বিজেপি। কিন্তু সামনে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটে কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লক বিজেপির কাছ থেকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি গত বিধানসভা ভোটে জয়পুর ব্লকের বিভিন্ন এলাকায় আই.এস.এফ-এর অসংযুক্ত মোর্চার ভোট ভালোই বৃদ্ধি পেয়েছে। অনেক পঞ্চায়েত এই সংখ্যালঘু ভোট আইএসএফ সংযুক্ত মোর্চার জোটের দিকে গেছে। সেই সংযুক্ত মোর্চার দলের কর্মীরা তাদের ভুল বুঝতে পেরে এদিন যোগদান মেলায় মাথা ন্যাড়া হয়ে পাপের প্রায়শ্চিত্ত করে যোগদান করলেন তৃণমূলে এমনটাই জানালেন আই এস এফ এর কর্মীরা। তেমনি বাঁকুড়া জয়পুর ব্লকে বিজেপি কর্মীরা একের পর এক বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তারা আবার নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূলে যোগদান করলেন তারাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন করেছে সেই উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করলাম ও আমাদের ভুল বুঝতে পেরেছি।
Social