টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আচমকা একটি বসত বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। মঙ্গলবার রাতে শহরের বেড় হাই স্কুলের কাছে একটি ফাঁকা বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় বাড়িতে কেউ না থাকায় কোন হতাহাতের ঘটনা ঘটেনি। তবে এই আগুন পরিকল্পিত ভাবে কেউ লাগিয়ে দিয়েছে বলে মনে করছেন বাড়ির মালিক বিধান নায়েক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরে দেরিয়াপুরে নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন বের এলাকার বাসিন্দা বিধান বাবু তার বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে তার ভাইয়ের বাড়ি। এদিন সন্ধ্যায় বিধান বাবুর বাড়ির এক তলা ভেন্টিলেটর থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তারা বিধানবাবুর ভাইকে খবর দেন, বিধানবাবুর ভাই দমকল বিভাগের খবর দিলে, প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ঘরের মূল দরজা ভেঙে ভেতরে ঢোকেন। কিন্তু ঘরের ভেতরে ঢোকার মেন দরজা কোনরকম তালা দেখতে পান না ।ঘড়ের মেন দরজার তালাটা ভাঙা অবস্থায় দরজায় ঝুলছিলো। তখন দমকলের কর্মীরা দরজা ফাঁক করতেই দেখেন ঘরে থাকা বিছানায় আগুন লেগে গিয়ে দাউদাউ করে জ্বলছে। দমকলের দুটি ইঞ্জিন দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক বিধানবাবু বলেন বিছানার ওপরে ইস্ত্রি ও একটি স্টোভ রাখা ছিল যা আমরা রাখিনি বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় ছিল কেউ দরজার তালা ভেঙে পরিকল্পিতভাবে বিছানায় আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান তিনি।
Social