টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজেপি রাজ্যের সহ সভাপতি ও হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হাইকোর্টে রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে কেস করেন। উল্লেখ্য গত ২ মে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসায় চারিদিকে বিজেপি নেতা ও কর্মীদের মারধর শুরু হয়, অন্যদিকে রাজ্য বিজেপির অনেক কর্মী ইতিমধ্যে ঘর ছাড়া রয়েছে।
কার্যতঃ এদিন পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে বহু ব্লকের বিজেপি কর্মীরা জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে। তাদের বাড়ি ফেরাতে বিজেপি রাজ্য সভাপতি মহিলা নেত্রী ও হাইকোর্টের আইনজীবী বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আসেন, বিজেপি কর্মী পরিবারদের সঙ্গে দেখা করেন এবং তাদের বাড়ি ফেরাতে নিজ উদ্যোগে খণ্ডঘোষ এলাকায় রওনা দেন।
এদিন বিজেপি রাজ্য সহ সভাপতি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, বিজেপি কর্মীদের বাড়ি ফেরার পর যদি তৃণমূলরা আক্রমণ চালায় তাহলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এফআইআর করা হবে কলকাতা হাইকোর্টে।।
Social