Breaking News

প্রয়াত নীরদ বরন

 টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের ইতিহাস চর্চার অপর নাম নীরদ বরন সরকার। শুক্রবার বিকেলে তার আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে বর্ধমান শহরে কোটালহাট এলাকায় তার পরিবার পরিজনদের মনে। দীর্ঘদিন ধরে বর্ধমানের ইতিহাস চর্চায় তার অবদান অস্বীকার করতে পারবেনা কেউই। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪বছর। মূলত বর্ধমানের রাজপরিবারের ইতিহাস নিয়ে তার লেখা কয়েকটি বই বহুজন সমাদৃত হয়েছে। তিনি শিক্ষাবিদ হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। পরিবারে স্ত্রী পুত্র সহ অন্যান‍্যদের রেখে গেলেন তিনি। 

তার ছেলে পার্থ সারথি সরকার বলেন কাল পর্যন্ত সুস্থ ছিলেন বাবা। তিনি বিকেলে হঠাৎ খবর পেয়ে বাড়িতে ছুটে চলে আসে। চিকিৎসক বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ।এদিন বর্ধমান শহরের আর এক ইতিহাসবিদ সর্বজীৎ জস বলেন তার খুব ভালো ব‍্যবহার ছিল।তিনি প্রায় ১৫টি গ্ৰন্থ বর্ধমান নিয়ে  লিখেছেন। তিনি আরও বলেন নীরদ বাবুর সব থেকে ভালো কাজ আমার যেটা মনে হয়েছে যেটা প্রথম কাজ করেছিলেন বর্ধমান শহরে দেবদেবী নিয়ে সেটি এবং বর্ধমান রাজবংশ নিয়ে তার বেশ কয়েকটি বই আছে এবং তার মধ‍্যে বর্ধমান রাজনীতি বৃত্ত যেটি সেটি খুব মুল‍্যবান মহা মুল‍্যবান গ্ৰন্থ এই দুটি বই চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি সব শেষে বলেন বর্ধমান গবেষণার একজন  মুল‍্যবান স্তম্ভ হয়ে চিরদিন থাকবে ।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *