টুডে নিউজ সার্ভিস, মহিষাদলঃ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কোভিড পরিস্থিতি থেকে। তার আগেই কেন্দ্র সরকার ফ্রিতে রেশন দেওয়ার নির্দেশিকা ঘোষনা করায় চিন্তায় সাধারন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। দীর্ঘ কোভিড পরিস্থিতির কারনে কাজ হারিয়ে অনেকেই অসহায় হয়ে পড়ে। সংসার চালতে হিমসিম খেতে হয়। সাধারন মানুষের কথা ভেবে রাজ্যের মতো কেন্দ্রও ফ্রিতে রেশন দিয়ে আসছিল। তবে চলতি মাস পর্যন্ত রেশন পরিষেবা দেবে কেন্দ্র। তার পর আর কেন্দ্র ফ্রিতে রেশন দেবে না। এই নির্দেশিকায় মাথায় হাত সাধারন মানুষের। তাদের মতে, এখনও পুরোপুরি কোভিড মুক্ত পরিবেশ গড়ে ওঠেনে। চালু হয়নি স্কুল, কলেজ, কারখানা প্রভৃতি ফলে সংসার চালতে ভীষন সমস্যায় পড়তে হবে। তাদের আবেদন রাজ্য যেভাবে ফ্রিতে রেশন পরিষেবা দিচ্ছে তেমনি কেন্দ্রও দিক।
মহিষাদলের রেশন ডিলার মিলন বক্সি জানান, কেন্দ্র নিয়মে ফ্রিতে রেশন দেবে বলেছিল তার মেয়াদ নভেম্বর মাস পর্যন্ত রয়েছে। তার পর থেকে কেন্দ্র আর ফ্রিতে রেশন পরিষেবা দেবে না বলে জানিয়েছে। ফলে সাধারন মানুষের কথা ভেবে যাতে আগামী ৬ মাস ফ্রিতে রেশন পরিষেবা দেওয়া হয় তার জন্য প্রধানমন্ত্রীর নিকট রেশন ডিলারের পক্ষ থেকে আবেদনপত্র পাঠানো হয়েছে। কেন্দ্র সরকার যদি সাধার মানুষের কথা ভেবে মেয়াদ বৃদ্ধি করে ফ্রিতে রেশন পরিষেবা প্রদান করে তাহলে বহুমানুষ চিন্তা মুক্ত হবেন। এখন দেখার সাধারন মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকার কোন পথে চলে।।
Social