টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভারতীয় জনতা পার্টির বর্ধমান সদর উপজেলা কমিটির পক্ষ থেকে সেবা কার্যক্রমের মাধ্যমে অভিনব উদ্যোগ নেওয়া হলো। শহরের প্রানকেন্দ্র কার্জন গেট চত্বরে পথচলতি মানুষদের মধ্যে গরম চা বিতরণ করা হয়। এদিনের এই চা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা, ছিলেন জেলার বিজেপির সম্পাদক শ্যামল রায়, পাশাপাশি এদিন মহিলা মর্চার কর্মীরাও।
বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন আজকে ওনার জন্মদিনকে স্মরণ রাখার জন্যে বিনামূল্যে পথচলতি মানুষদের চা বিতরণ করা হলো। কারন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন চা বিক্রেতা ফ্যামিলি থেকে উঠে এসেছেন সেটাকে সন্মান জানাতেই আজকে আমরা চা বিতরন করলাম। এছাড়া আজকের এই দিনটি স্মরণ করে রক্তদান, ফল বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চলবে আগামী ২০ দিন যাবত ।